Header Ads

  • শিরনাম

    গাজীপুরে পলিথিন দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা, ৪ হাইড্রলিক হর্ন জব্দ



    মো. মেহেদী হাসান, গাজীপুর:
    গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে ৩০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করে এক দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করে আদায় করছেন পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট। এছারাও অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করে শব্দ দূষণের দায়ে ৩ টি যানবাহনকে ২ হাজার  টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা ধার্য করে আদায়সহ ৪ টি হাইড্রলিক হর্ন জব্দ করা হয়েছে।

    বুধবার (১ মার্চ) টঙ্গীতে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক নয়ন মিয়া, সহকারী পরিচালক মইনুল হক, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস, গবেষণাগার সহকারী মাহবুবুর রহমান সুমন। অভিযানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

    উপ-পরিচালক নয়ন মিয়া জানান, ‘পলিথিনের ব্যবহার কমাতে আমরা কাজ করছি, জরুরী হলো জনসেচেতনতা, জনগণকে এটা ব্যবহারে সচেতন হতে হবে তাহলে এর ব্যবহার অনেকটা কমে আসবে। হাইড্রলিক হর্নের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad