হাসপাতাল মালিকদের হয়রানি করলে কঠোরভাবে দমন করা হবে : ওসি কালীগঞ্জ
স্বাস্থ্য-শিক্ষা.কম প্রতিবেদন:
বিনা কারণে কালীগঞ্জের কোনো হাসপাতাল বা ডায়াগনস্টিক মালিকদের হয়রানি করলে, চাঁদা দাবি করলে বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিষ্ঠানের কোনো ক্ষতি করলে-অভিযোগ পেলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন।
সোমবার (১৭ মার্চ) সন্ধায় স্থানীয় একটি রেস্তোরাঁয় ‘গাজীপুর প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন’র কালীগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন ওসি আলাউদ্দিন।
অনুষ্ঠানে কালীগঞ্জ শাখার সভাপতি সৈয়দ আহমদ কবির (বুলবুল) এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. জুয়েল হাসান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হুমায়ুন কবির মাষ্টার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশন’র জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো: শাহ্ আলম শিকদার, সাধারণ সম্পাদক মো: ইসমাইল মোল্যা, সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান খান ও কালীগঞ্জ পৌর জামায়াতের আমীর আনোয়ার হোসেন।
ইউএসবি স্পেশালাইজড হাসপাতালের সহযোগিতায় অয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিকদের মধে উপস্থিত ছিলেন, মো: নাজুক মিয়া, মাহাবুবুর রহমান এবাদুল্লা, মাহমুদুল হাসান, মো: বাবুল কাজী, মো: কবীর প্রধান, জীবন চন্দ্র দাস, মোমেন সরকার, মো: মিলন মিঞা, মো: জাহাঙ্গীর প্রধান, শহিদুল ইসলাম, আলগীর হোসেন দুলাল, মাছুম মিঞা প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় প্রেস ক্লাবের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হাসপাতাল মালিকরা আরও ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে জোর দেন। একই সাথে তাদের প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতে সমাজের সর্ব স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
No comments